কিভাবে এয়ারটেল এমবি দেখে Airtel mb check kore kivabe

এয়ারটেল বাংলাদেশে তাদের নেটয়ার্ক বিস্তৃতি করেছে অনেকটাই। সেই সাথে ইয়ং গ্রাহকদের কথা মাথায় রেখে নিত্য নতুন এয়ারটেল ইন্টারনেট অফার প্রদান করছে নিয়মিতভাবে। তবে গ্রাহকগণ কিছু কম্ন বিষয়ে সাধারণত গুগলে সার্চ করে থাকে। তার মধ্যে একটি প্রশ্ন কিভাবে এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স দেখে? এয়ারটেল এমবি কয়েকভাবে দেখা যায়। হ্যাঁ খুব সহজেই কিভাবে এয়ারটেল এমবি দেখে airtel mb check kore kivabe নিতে পারবেন আপনিও।

আজকের পোস্টে আমরা উল্লেখ করবো এয়ারটেল এমবি কিভাবে কিনব এবং কিভাবে এয়ারটেল এমবি দেখে। এয়ারটেল এমবি কিভাবে চেক করে তা জানার জন্য পোস্টটি অনুস্বরণ করুন।



কিভাবে+এয়ারটেল+এমবি+দেখে

এয়ারটেল এমবি কিভাবে কিনব?



প্রথমে আসুন জেনে নেই কিভাবে এয়ারটেল এমবি কিনব। এয়ারটেল এমবি কেনার জন্য কয়েক পদ্ধতি অবলম্বন করা যায়। তবে আপনার কাছে থাকা এয়ারটেল সিমটি কোন ডিভাইসে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিন আপনি কোন পদ্ধতিতে এয়ারটেল এমবি কিভাবে কিনবেন। চলুন শুরু করা যাক এয়ারটেল এমবি কিভাবে কিনবঃ



এয়ারটেল+এমবি+চেক+করে+কিভাবে?
পদ্ধতি ১ঃ আপনি যদি বার ফোন বা আপনার বাটন ফোন থেকে এয়ারটেল এমবি কিনতে চান তাহলে প্রথমে

ক. আপনার ফোনের Dial অপশনে যান সেখান থেকে Dial করুন *১২৩# এরপর ৩ নং এ দেখুন ইন্টারনেট অপশন সেখান থেকে আপনার পছন্দসই এয়ারটেল এমবি প্যাকেজ কিনতে পারবেন।

খ. আপনার ফোনের Dial অপশনে যান সেখান থেকে Dial করুন *৮৪৪৪# এরপর ১ নং এ দেখুন পারচেজ এ প্ল্যান অপশন সেখান থেকে ইন্ডিভিজ্যুয়াল প্ল্যানে যাবেন তারপর মান্থলি প্যাক বা উইকলি প্যাক বা ডেইলি প্যাক বাছাই করে আপনার পছন্দসই এয়ারটেল এমবি প্যাকেজ কিনতে পারবেন।

গ. আপনার ফোনের Dial অপশনে যান সেখান থেকে Dial করুন *১২১# এরপর ৩ নং এ দেখুন ইন্টারনেট অপশন সেখান থেকে আপনার পছন্দসই এয়ারটেল এমবি প্যাকেজ কিনতে পারবেন।

ঘ. এছাড়াও এয়ারটেল এমবি অফার পেতে Dial করুন *৮৮৮#। আপনি এখানে থেকেও এয়ারটেল ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন। সেই সাথে এয়ারটেল ইন্টারনেট অফারের এসএমএস ও পাবেন।

উপরোক্ত উপায়গুলো আপনার ফোনে ইন্টানেট না থাকলে এপ্ল্যাই করুন। অথবা আপনি যদি আপনার সিমটি মোডেম এ ব্যবহার করেন সেক্ষেত্রে উপরোক্ত উপায় অবলম্বন করুন।

ঙ. আপনি যদি স্মার্টফোনে এয়ারটেল এমবি প্যাকেজ কিনতে চান তাহলে মাই এয়ারটেল এ্যাপ ইন্সটল করুন। সেখান থেকে আপনার পছন্দসই এয়ারটেল এমবি প্যাকেজ কিনতে পারবেন।



এয়ারটেল+ইন্টারনেট+ব্যালেন্স+দেখে


কিভাবে এয়ারটেল এমবি দেখে airtel mb check kore kivabe



সহজেই কিভাবে এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স দেখে ("airtel mb chak") তা নিয়ে এখন আলোচনা করবো। এয়ারটেল এমবি দেখার কোড ২০২২ সম্পর্কেও এখানে উল্লেখ করা হলঃ

এয়ারটেল ইন্টারনেট চেক করতে আপনার ফোনের ডায়াল অপশনে সিম্পলি *৩# ডায়াল করুন।

এয়ারটেল ইন্টারনেট চেক করতে আপনার স্মার্টফোনের মাই এয়ারটেল এ্যাপ থেকেও খুব সহজেই airtel এর mb দেখে নিতে পারবেন।

এয়ারটেল ইন্টারনেট চেক করতে 2G/3G দেখতে ডায়াল করুন *৭৭৮*১৮# এবং বোনাস দেখতে পারবেন *৭৭৮*৪০# ডায়াল করে।


FAQ

* কিভাবে এয়ারটেল এমবি দেখে? airtel mb check kore kivabe?
এয়ারটেল ইন্টারনেট চেক করতে আপনার ফোনের ডায়াল অপশনে সিম্পলি *৩# ডায়াল করুন।
* কিভাবে এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স দেখে? ("airtel mb chak")
আপনার স্মার্টফোনের মাই এয়ারটেল এ্যাপ থেকেও খুব সহজেই airtel এর mb দেখে নিতে পারবেন।
* কিভাবে airtel এর mb দেখে?
2G/3G দেখতে ডায়াল করুন *৭৭৮*১৮# এবং বোনাস দেখতে পারবেন *৭৭৮*৪০# ডায়াল করে।
* এয়ারটেল সিমের এমবি কিভাবে দেখে?
আপনার ফোনের ডায়াল অপশনে সিম্পলি *৩# ডায়াল করুন।
* এয়ারটেল এমবি চেক করে কিভাবে?
আপনার স্মার্টফোনের মাই এয়ারটেল এ্যাপ থেকেও খুব সহজেই airtel এর mb দেখে নিতে পারবেন।
* এয়ারটেল সিমে কিভাবে MB দেখব?
2G/3G দেখতে ডায়াল করুন *৭৭৮*১৮# এবং বোনাস দেখতে পারবেন *৭৭৮*৪০# ডায়াল করে।

*

Post a Comment (0)
Previous Post Next Post