আইফোন সমগ্র Jailbreak এবং iPhone Unlock কি? iPhone ব্যবহারকারী হলে অবশ্যই জানা দরকার।

স্মার্ট ফোন হিসেবে আইফোনের জুড়ি নেই। অভিনব, উন্নত ও স্মুথ মাল্টিটাচ। ব্যবহারে অধুনিকতা আর Appstore এর লক্ষ লক্ষ মজাদার, দারুন আর সৃজনশীল গেমস আর অ্যাপ্লিক্যাশানের সমারহ আইফোনকে করেছে আর সকল স্মার্ট ফোন থেকে সম্পূর্ণ আলাদা।

 iphone, iphone-3g, jailbreck
আমাদের দেশেও রয়েছে আইফোনের বেশ ব্যবহারকারি। কিন্তু আইফোন non-US country তে ব্যবহারের সিমাবদ্ধতা থাকায়, Appstore থেকে App সরাসরি কিনতে না পারা, এবং বাংলায় ভাল টিউটোরিয়াল না থাকায় আইফোন শুধু মাত্র কল করা ও রিসিভ করার কাজেই ব্যবহৃত হয়। কিন্তু প্রকৃত পক্ষে স্মার্টফোন হিসেবে আইফোনের ব্যবহার ব্যাপক ও সীমিহীন। আর তাই আইফোন সম্পর্কে সঠিক জ্ঞান, সঠিক ব্যবহার জানননোর জন্যই আমার এই ধারাবাহিক টিউনের শুরু।

আজকে আমি আপনাদেরকে iPhone সমন্ধে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেব। যা আইফোন ব্যবহারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। সেই দুইট বিষয় হল Jailbreak এবং iPhone Unlock সমন্ধে। এই দুইটি বিষয় আলোচনা করা আগে আপনাদেরকে আমি আইফোন সমন্ধে ছোট্ট একটু ধারণা দেব।

আইফোন কি বা কেমন?
আইফোন মূলত একটি মোবাইল ফোন যা iPhone Operating System (iOS) -এ পরিচালিত। এই অপারেটিং সিস্টেমটির অনেকগুলি ভার্সন আছে তার মধ্যে সবচেয়ে নতুন ভার্সনটি হল iOS 4.2.1 । এই অপারেটিং সিস্টেমটি সমন্ধে আরও বিস্তারিত জানতে উইকিপিডিয়া তে যেতে পারেন।


আচ্ছা। এই গেল আইফোন সমন্ধে ছোট্ট একটু ধারণা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসা যাক Jailbreak -এ ।

Jailbreak কি?
"Jail" মূলত একটি ফাইল সিস্টেম। যা আইফোনগুলিকে ব্যবহাররের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা রাখে। এই সীমাবদ্ধতার ফলে আপনি আইফোনটির সিস্টেম ফাইলে কোন প্রকার পরিবর্তন এমনকি এর যে বিল্ট-ইন মোমোরী রয়েছে সেটিকে সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করেও কোন কিছু ঢুকাতে পারবেন না।


Jailbreaking হল আইফোনের ফাইল সিস্টেমটিকে হ্যাক করা। সোজা কথায় Jailbreak করা মানেই হল হ্যাক করা। হ্যাক করলে আপনি আইফোনের সিস্টেমকে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন, যেকোন ক্রাক করা এপ্লিকেশন ইন্সটল করতে পারবেন মানে এককথায় ইচ্ছামত ব্যবহার করতে পারবেন। এইবার নিশ্চই বুঝতে পেরেছেন।

এছাড়াও সবচেয়ে মজার ব্যাপারটি হল আপনি Apple Store ছাড়াই যেকোন এপ্লিকেশন Cydia -এর সাহায্যে ইন্সটল করতে পারবেন। Cydia সমন্ধে বিস্তারিত জানতে উইকিপিডিয়াতে যেতে পারেন। আশা করি Jailbreak সমন্ধে আপনাদের মোটামুটি ধারণা এসেছে। তারপরেও যদি বুঝতে সমস্যা থাকে তাহলে মন্তব্য করতে পারেন।

এবার আসি iPhone Unlock - এ


iPhone Unlock কি?

আপনি যখন একটি জিনুইন আইফোন কিনবেন তখন যদি আপনি বাংলাদেশের যেকোন সিম (Subscriber Identity Modules) লাগান তাহলে আইফোনে সেটি সাপোর্ট করবে না। দেশের যেকোন GSM প্রযুক্তির সিম দিয়ে আপনি আইফোন থেকে কল করতে পারবেন না। তাই এইগুলি সিমগুলি চালানোর জন্য আপনাকে আইফোনটিকে আনলক করতে হবে। আইফোনটি যখন আনলক করবেন তখন আর কোন সমস্যাই হবে না। তখন যেকোন একটা GSM প্রযু্ক্তির সিম লাগালেই সেটি চলবে। আশা করি বুঝতে পেরেছেন।

সর্তকতা
জেনে রাখা ভাল যে, Jailbreak করা এবং iPhone কে আনলক করা দুটিই আপনার আইফোনটির ওয়ারেন্টির নিয়মের বর্হিভূত। শুধুমাত্র "হংকং" বাদ দিয়ে যেখানে আইফোনগুলি কেনাথেকেই আনলক করাই থাকে।

আরেকটি সুখবর হল Jailbreak কিন্তু এককালীন নয় আপনি যখনি চাইবেন তখনি আপনার আইফোনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। তবে এর জন্য আপনাকে আইফোনটির ফ্রেমওয়ার ভার্সনটিকে রিস্টোর করতে হবে।

কিভাবে আইফোনটিকে Jailbreak বা Unlock করবেন?
আইফোন নিয়ে আমি ইনশাআল্লাহ ধারাবাহিক টিউন করার চেষ্টা করব। আমার পরবর্তি টিউনগুলিতেই আমি এটি নিয়ে আলোচনা করব।
Previous Post Next Post